ঘাটাইল উপজেলা পূর্ব সিমান্তে সানবান্ধা উচ্চ বিদ্যালয় স্কুলটি অবস্থীত
সানবান্ধা উচ্চ বিদ্যালয় ঘাটাইলে
যে কয়টি উচ্চ বিদ্যালয়
রয়েছে তার মধ্যে উল্লেখ যোগ্য
স্থান
দখল করে আছে এই বিদ্যালয়টি।
ঘাটাইলের পূর্ব সিমান্তে এটির
অবস্থান।
এ বিদ্যালয়টি ০১/০১/১৯৯৪ সালে
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি
ইতিহাস বিখ্যাত সানবান্ধার পুকুর
ঘাটে অবস্থিত। তাই এর নামকরণ করা
হয়েছে সানবান্ধা উচ্চ বিদ্যালয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন