মাটির মা ক্লাবের উদ্যোগে দিনব্যাপী গরীব দুস্থদের মাঝে সেমাই চিনি এবং কাপড় বিতরন



মাটির মা ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেমাই চিনি এবং কাপর বিতরন।স্থান শালিয়াবহ।টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা।২০১৬ সাল থেকে মাটির মা ক্লাব টি অসহায়দের বিভিন্ন সময় সাময়িক সহযোগিতা করে আসছে। টাঙ্গাইল সহ অনেক জেলা শাখা এখন বিভিন্নভাবে ঈদ, পূজা,শীত, বন্যা এমন সময়ে দুস্থদের পাশে দাঁড়িয়েছে মাটির মা ক্লাব। ক্লাবের উপদেষ্ঠা মন্ডলী জ্বনাব এ কে এম জুনাইদ, সাইদুর রহমান,এবং প্রধান উপদেষ্ঠা এড. এস আকবর খান সহ সকল সদস্যবৃন্দ এতে সহায়তা করে থাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন