নব,গঠিত লক্ষিনন্দর ইউনিয়নে ভিজিএফে চাউল বিতরণে ব্যাপক অনিয়ম দুর্নীতি আর অভিযোগ উঠেছে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিনন্দর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ’র চাউল বিতরনে হচ্ছে ব্যাপক অনিয়ম।
জানা যায়,লক্ষিনন্দর ইউনিয়নে প্রকৃত হত-দরিদ্রদের বঞ্চিত করে যাদের চাউল দেয়া হচ্ছে, তারা চাউল বিক্রি করে দিচ্ছে।এতে প্রকৃত হত-দরিদ্ররা ভিজিএফ,র চাউল থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায়, লক্ষিনন্দর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান একাব্বর আলী এর এক শ্রেনীর দালাল রয়েছে। যারা তাদের কাছে থেকে বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে চাউলগুলো কিনে নিয়েছে।
প্রতি দূস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে ২০(বিশ) কেজি হারে চাউল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুকুলে ডিও প্রদান করা হলেও সরকারের নিয়ম অনুযায়ী চাউল বিতরন করা হচ্ছে না
সরজমিনে পরিদর্শন করে জানা যায়,সরকার নির্ধারিত ২০ কেজি করে চাউল দেয়ার নিয়ম থাকলেও, সরকারের নিয়ম কে তোয়াক্কা না করে নব-নির্বাচিত লক্ষিনন্দর ইউপি চেয়ারম্যান এর নির্দেশে জনপ্রতি ১৬কেজি থেকে ১৭ কেজি করে চাউল দেয়া হচ্ছে।কেউ কেউ ১৪কেজি করেও চাউল পেয়েছে বলে জানা যায়।সেখানে সরকার নির্ধারিত ২০ কেজি করে চাউল দেয়ার নিয়ম থাকলেও চাউল বিতরনে ব্যাপক অনিয়ম হয়েছে
এই অনিয়মের সাথে জড়িত রয়েছে কতিপয় দূর্নীতিপরায়ন পিআইও, ট্যাগ অফিসার,ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগন।
এ প্রসঙ্গে জানতে কথা হয় ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) দিলরুবা আক্তার এর সাথে তিনি বলেন,কেউ যদি ব্যক্তি স্বার্থে ভিজিএফ এর চাউল বিতরন নিয়ে অনিয়ম করে থাকে তাহলে অতিদ্রুত তার বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকার চাউল দিয়েছেন হত-দরিদ্র নিরীহ ব্যক্তিদের। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কেমন ব্যক্তিদের চাউল দিচ্ছে। তারা কিনা চাউল বিক্রি করে। তার মানে চাউল বিক্রি করা ব্যক্তিদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই হত-দরিদ্র নিরীহ ছিল না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন